Skip to main content
 
 
        সন্ন্যাসীবৃন্দ মহাকালে বাস করেন। আগে ক্ষণকালে মায়ার জগতে নেমে আসতেন করুণায়, (বইতে পড়েছি)। এখন মাঝে মাঝে নেমে আসেন দান নিতে, প্রণাম নিতে, মহাকালের জগতস্বামী/মাতাকে ছেড়ে ক্ষণকালের ভূস্বামী/মাতার সাথে মঞ্চে উপবেশন করতে। 
        এসব দেখে বাইরে এসেছি। দেখি একটা বাচ্চা একগাদা গ্যাসবেলুন একটা সূতোয় ডানহাতে খামচে ধরে, আরেক হাতে কর্ণেটো চাটছে। পাশ থেকে মা বারবার সাবধান করে দিচ্ছে, সাবধান, বেলুনগুলো উড়ে যাবে, খামচে ধরে রাখ!