sumanasya
22 July 2024
জল
জল ভীষণ খল
জল বলল
ছল ছল ছল
ছল না তো কী তবে
বল বল বল
জল বলল
জ্বালা, জ্বালা, ভীষণ জ্বালা
বাইরে যেন শীতল কালো
নেমেই দেখ না
নেমেই দেখ না
পুড়বি পুড়বি
গরল সাগরে অমৃতবিন্দু
করছে টলমল
টল টল টল
(ছবি Debasish Bose)