সৌরভ ভট্টাচার্য
27 October 2016
গল্প শুনতে ভালোবাসো? আমিও বাসি
তাই বলেছিলাম এসো গঙ্গার ধারে বসি
সময় বলে স্রোতের সাথে কত কত কথা
কত সুখ-দুঃখ, কত না বলতে পারা ব্যথা
শুনতে পারো সব, যদি মানে না খুঁজতে যাও
পাড় ছোঁয়া ওই অশ্বত্থর যদি শিকড় ছুঁয়ে নাও
তোমার বুকে মাটি চাপা অনেক জমা কথা
স্রোতের সুরে তারও দেখো অঙ্কুরিত মাথা
কাঠবিড়ালির চলার ছন্দে তোমার মনের গতি
চেনা পথ ডিঙাতে চেয়ে দিচ্ছে উঁকিঝুঁকি
মাটি জল আকাশ দিগন্ত নতুন বর্ণমালা
আমার কথা ভাসিয়ে দিলাম
এবার তোমার পালা
(ছবিঃ শুভজিৎ মণ্ডল)