Skip to main content


 


কাম্যু তার বিখ্যাত গ্রন্থ 'মিথ অব সিসিফাস" এ বলছেন, 'THERE is but one truly serious philosophical problem, and that is suicide. Judging whether life is or is not worth living amounts to answering the fundamental question of philosophy.'

আসলে আত্মহত্যা কথাটা যদি আক্ষরিক অর্থে না ধরি, তবুও এটা সত্যিই যে আমাদের নিত্যনৈমিত্তিক জীবনে আমরা নানা কর্তব্য, পরিস্থিতি ইত্যাদির চাপে ক্ষইতে থাকি। তবু লড়াই চালিয়ে যাই। কেন যাই? কি আমাদের বাধ্য করে বাঁচতে? আমাদের মধ্যের মানবিকবোধ আমাদের কতটা গভীরে শিকড় গেঁথে থাকে? সেই কি আমাদের বিশল্যকরণী? আমাদের মানবতা বোধ? এই নিয়েই ক্ষুদ্র নাট্যরূপ এটি।

 

 

মানুষ সৌভাগ্যবান হয়। কিন্তু মাঝে মাঝে আশাতীত কিছু ঘটে যাওয়াকে কি শুধু সৌভাগ্য বলে?

Mriganka -র সঙ্গে আমার আলাপ ফেসবুকেই। 'গারদ' বলে আমার একটা লেখা ওনার ও ওনার বন্ধুদের ভালো লাগে। সেটাকে চলচ্চিত্র রূপ দেওয়ার কথা ভাবেন। আমার সঙ্গে সেই নিয়ে যোগাযোগ হয়।

মৃগাঙ্ক'র নিষ্ঠা, বন্ধুত্বপূর্ণ ব্যবহার আর সব চাইতে বড় কথা অসামান্য দায়িত্বজ্ঞানবোধ আমায় মুগ্ধ করে। নিজেদের নানা ব্যস্ততা, কাজ সামলিয়ে যখন যেভাবে কাজ এগিয়েছে তখনই আমায় জানিয়েছেন। এমনকি কাজ কোনো কারণে থেমে গেলেও জানিয়েছেন। আমার বারবার মনে হয়েছে যেন আমি প্রজেক্টের একজন সক্রিয় সদস্য।

আমি সত্যিই কৃতজ্ঞ মৃগাঙ্ক ও তার সমস্ত বন্ধুদের কাছে যে আমার একটা কাজকে তারা এত যত্ন নিয়ে করার চেষ্টা করেছেন। তাদের মনে হয়েছে এই গল্পটা নিয়ে কাজ করা যায়, এটাও বিস্ময়ের। কারণ ঘটনাবহুল, কাহিনীমূলক লেখা তো এটা নয়। একটা মনস্তাত্ত্বিক লেখা। তাকে সচল রূপ দেওয়া খুব সহজ কাজ নয়। আমরা সচল বস্তুতে প্রথমত ঘটনার ধারাবাহিকতা খুঁজি। কথার গভীরে মর্ম ছোঁয়ার চেষ্টা স্বাভাবিকভাবে আসে না প্রথমেই। কিন্তু গল্পের কেন্দ্রের মানুষটির অসামান্য অভিনয় কথাগুলোকে হৃদয়ের কাছাকাছি এনে দিতে সমর্থ হয়েছে।

আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই কাজটার জন্য। আমার অনেক অনেক শুভেচ্ছা রইল ওনাদের আগামী উদ্যোগগুলোর জন্য। ওনারা আরো সফল হোন, আরো এগিয়ে যান, এই কামনা।

আমার বন্ধুদের জন্য রাখলাম।

 

Category