Skip to main content

- ওই ঘরটাকে বাবুর পড়ার ঘর করে দিই বুঝলে। ও ঘরের ফার্ণিচারগুলো বিক্রি করে দিলে হবে।
- সে কি! তুমি যে বলেছিলে ঠাকুরঘর করবে?
- সে পরে হবেখন। কি জানো বাড়িতে লোকজন এলে ওর পড়ার ভীষণ ডিস্টার্ব হয়। আর ঠাকুর যেমন শোয়ার ঘরের তাকে আছে থাক। পরে ভাবা যাবে।


****** ******* ****** *********

- এই শুনছো, আমি অনেক ভাবলাম। মায়ের ঘরটা গেস্টরুম করে দিলে হবে। লোকজন বেড়াতে এলে ভীষণ অসুবিধা হয়।
- হুম
- আরে ডাক্তার তো বলছেন বড়জোর আর ছ মাস। তাই বলছিলাম কি, তুমি ফার্নিচার দেখতে শুরু করো। নিজেরা যেমনই থাকি। ওই ঘরের ফার্নিচার যেন একটু ঠিকঠাক হয় দেখো। লোকজনের ব্যাপার না!