Skip to main content


ছেলের গোত্র কি?
মেয়ের?

এ বাবা!

এ গোত্র চলে না যে!

নমো শুদ্দুরের সাথে বামুন!
আরে মিত্তিররা কি গোত্রের হয়?
কি বললেন?
আর, পাল? কর্মকার? 
আরে শুনতে পাচ্ছি না যে....

আহা টিভিটার সাউন্ড কমাও না...ভাল্লাগে না!
কে আবার, উনি! 
আর বলবেন না, আমাদের দেশে এরকম অসহিষ্ণুতা আগে দেখিনি!
এ যে পুরো পাকিস্তান হয়ে যাচ্ছে.... যা বলেছেন....
যা হোক যেটা বলছিলাম....
আরে ছেলে আবার কি বলবে? আঁড়াল চাঁড়ালের মেয়ে ঘরে আনব নাকি শেষে!
হ্যাঁ আপনিও মেয়েকে বলবেন, পাত্র যেন......
আরে টিভির সাউন্ডটা কমালে?...

Category