Skip to main content


পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে
    ফুলদানীতে সাজালে রোজ
ভাবলে প্রজাপতি আসবে 
    তোমার শোয়ার ঘর রঙীন করে

হল না।

তুমি জানতে না
পাপড়ির সাথে বৃন্তের কি সম্পর্ক
বৃন্তের সাথে কি কথা বলে শিকড়

জানলে এরকম করতে না,
ভিজে হাতে ফুলের রেণু নিতে শুধু
মাটির ধুলো মাখা ফুলকে বলতে
                        "আমি আছি"
প্রজাপতি উড়ত তোমার চোখ ছুঁয়ে

তুমি তাকাতেই শুধু
                            মুগ্ধ হয়ে।

Category