Skip to main content

ফুল তার সমস্ত সৌরভ দশদিকে ছড়িয়ে দেয়। বলে, "তুমি মুক্ত, তুমি ভেসে যাও যেদিকে খুশী। তোমার মুক্তিতেই আমার প্রেমের সার্থকতা, তোমার মাধুর্যই আমার পরিচয়!"

ঘুড়িকে লাটাই বলে, "তুমি ওড়ো, তবে বাঁধন হারা হয়ো না, সাবধান!"
অবশেষে লাটাইয়ের হাত ক্লান্ত হয়, ঘুড়ি মুখ থুবড়ে পড়ে মাটিতে অথবা কেটে গিয়ে মাটিতে লুটায় কারো ঈর্ষান্বিত স্পর্ধায়!
সব বাঁধনের মাঞ্জাই তো হল ঈর্ষা। কেউ তাকে বলে প্রেম, কেউ বলে সোনার শিকল।