সৌরভ ভট্টাচার্য
6 October 2015
দরজা খুললে
রাস্তার আলো
পথ দেখালো
তোমায়
দমকা হাওয়া দিল
তুমি রাস্তায় নামলে
ফিরে তাকালে
আমি নিঃশব্দে বললাম,
যেও না
তুমি সোজা তাকালে
তোমার কাঁধ দুটো
হাতের সাথে দুলে উঠল
পা দুটোকে এগিয়ে নিয়ে
চীৎকার করলাম নিঃশব্দে,
না না না....
ওরা পাঁজরে ধাক্কা লেগে
মুখ থুবড়ে পড়ল
গাছের পাতা স্থির রইল
রাস্তার ধুলো
পড়ে থাকল রাস্তায়
ফিরে এলাম
দরজা বন্ধ হল
ঘরের অন্ধকার
একলা ফিরে এলো