Skip to main content
ফিরে আয়


পথ বানিয়েছি
দেওয়াল তুলেছি
তাতে ছাউনি দিয়েছি খড়ের
পুকুর কেটেছি, তাতে মাছ ছেড়েছি 
গাছ লাগিয়েছি বেড়ার ধারে
পাখি পুষেছি, না বেঁধে খাঁচায়
গরু কিনেছি তিনটে
চাষের জন্য হাল কিনেছি
নতুন বীজ বুনেছি ক্ষেতে

যারা যারা চলে গিয়েছিল
তারা তারা ফিরে এসেছে
যাদের সাথে কথা ছিল না, 
                তাদের সাথে মিল করেছি

আর আমি ওপাড়া যাই না
মদ না, গাঁজা না, এমনকি কত্তাবাবার শপথ
                                বিড়িও না।

এবার তুই ফিরে আয়
চিতার আগুন তো নিভেছে কবে-
তোর পোড়ার সাধ আর মেটে না কেন?!
কোথায় পুড়ছিস?
এবার আয় না রে!
দাওয়া উঠোন নিকিয়ে রেখেছি যে
সবই তোর জন্য

এবারে ফিরে আয়।


(ছবিঃ সুমন দাস)

Category