সৌরভ ভট্টাচার্য
1 August 2015
তোমার হাত ছাড়িয়ে ছুটলাম
কৌশলে।
সেকি ছুট!
সেকি দৌড়!
সেকি উদভ্রান্ততা!
অনেকটা এগিয়ে পিছনে চাইলাম
দ্বিধায়।
তুমি দাঁড়িয়ে
বিনা অভিযোগে
একা।
আমি দ্বিখন্ডিত। নিজের দিকে তাকাতে
সংশয়।
আমার পথ আটকে অভিমান
তোমার পথ আটকে অনধিকার
সময় ঘেঁষে যাচ্ছে অভিজ্ঞতার পলেস্তারা খসিয়ে।
আমি ফিরব
আমার হাত ছেড়ে ছিল স্বার্থে
তোমার হাতে সে গন্ধ নেই।
স্বার্থের শ্বাসবায়ু জীবিত চিরকালই
স্বার্থহীনতার আশ্রয়ে।
আকাশের নীলের আশ্রয়ে যেমন কালো মেঘ,
মিলায় আকাশের ঘন নীলেই।
সে ফুরাবে
আমি ফিরব!