Skip to main content
যে উত্তাপ বুকে কোথাও নেই
তাকে কোথায় খুঁজব?
বেঁচে থাকার কাছাকাছি থাকতে চাই
পুরো বাঁচতে না পারলেও,
তাও কি কঠিন! 

সন্দেহের পাগলামী আমার মাথার কোষে কোষে ঢুকছে বিষের মত।
আর্তনাদ ব্যর্থ।
সামনে থেকে না, পিছনে আক্রমণ অতর্কিতে।
ঘায়েল হয়েও উঠি।
কারণ কি ছিল? জানি না।
অন্ধকারে চেনা যায় না
লোভ না ভয়? রাগ না লজ্জা?
কারা ওরা?
চিনতে চাই না। ওরা কাপুরুষ।
সব আলো শুষে নিতে চায় অন্ধকার পেটে।
পারে নি। পারবেও না।
এত আলো হজম করার অভ্যাস নেই।
আর আলোর দেহ মরলে জন্মায় বিদ্রোহ-
 
ওরা জানে। 
তাই ভাণ করে হত্যার।
মূর্খ তুমি, ওদের ছকে বিশ্বাস করো।
 
শুধু একবার আলোর দিকে তাকাও-
বলো সব মিথ্যা-
বেঁচে যাবে।

Category