Skip to main content

একটা ঘোর লাগিয়ে দাও
   জ্ঞানও নেশা, যদি তা মাতাল করে
                 LoC ভোলায় 
     আমি প্রেম ত্যাগী সন্ন্যাসী তো নই
         তবু শরীর আর ঈশ্বর বাদে যেটুকু আমি -
                 সেটুকুতে একজন ফেরিওয়ালা আসুক
        ফেরিওয়ালা, ওগো ফেরিওয়ালা 
আমার নির্জন দুপুরে ঘোর লাগিয়ে দাও
                ঘোর লাগিয়ে যাও

Category