সৌরভ ভট্টাচার্য
9 June 2018
দোকানগুলোর ঝাঁপ ফেলা
অসম্ভব গরম
রাস্তাঘাট শুনশান
একটা ফেরিওয়ালার ডাক শুনতে পাচ্ছি বহুদূর থেকে
অনেকক্ষণ ধরে
ভাবলাম
সে হয়ত ডাকতে ডাকতে এদিকেই আসবে
অপেক্ষা করতে করতে ঝিমুনি এসে গেল
গ্লাস পড়ে যাওয়ার আকস্মিক আওয়াজে চোখ খুললাম
দক্ষিণের আকাশজুড়ে কালো কুচকুচে মেঘ
ঝড় উঠেছে
মেঘ ডাকল
মনে পড়ল দুপুরের সেই ফেরিওয়ালার ডাক
অসম্ভব গরম
রাস্তাঘাট শুনশান
একটা ফেরিওয়ালার ডাক শুনতে পাচ্ছি বহুদূর থেকে
অনেকক্ষণ ধরে
ভাবলাম
সে হয়ত ডাকতে ডাকতে এদিকেই আসবে
অপেক্ষা করতে করতে ঝিমুনি এসে গেল
গ্লাস পড়ে যাওয়ার আকস্মিক আওয়াজে চোখ খুললাম
দক্ষিণের আকাশজুড়ে কালো কুচকুচে মেঘ
ঝড় উঠেছে
মেঘ ডাকল
মনে পড়ল দুপুরের সেই ফেরিওয়ালার ডাক