Skip to main content
সব হারালো? 
বেশ হয়েছে।
 
সব ছড়ালো?
খুব হয়েছে।
 
আবার পেলি?
হারাক আবার!
 
ফের গোছালি?
ছড়াক আবার।
 
মান করেছিস?
বয়েই গেল।
 
বনেই যাবি?
সেই ভাল।
 
আবার এলি?
বেশ করেছিস।
 
ফিরবি না আর?
ফের মজেছিস।
 
যাবি আবার
তুইও জানিস।
 
মিথ্যা সুখের
স্বপ্ন বুনিস।
 
আসা যাওয়া
এই ভাল।
 
দুদিকই থাক
সাদা কালো।
 
শুধু একদিক? 
সে হবে না।
 
পুরোটাই চাই
ফাঁকি সবে না।
 
 

Category