সৌরভ ভট্টাচার্য
21 May 2015
ফাঁকি দিয়েছি। পড়াশোনা, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব ইত্যাদির লম্বা লাইন। এ সবেতেই ফাঁকি দিয়েছি কম বেশি। সময়, দায়িত্ব, কর্তব্যতেও ফাঁকি আছে।
তাই আমায় কেউ ফাঁকি দিলে রাগ হয় না, হাসি পায়। মনে মনে বলি, এ কৌশল আমিও জানি।
তবে একজনকে আমি আজ পর্যন্ত্য ফাঁকি দিতে পারলাম না। আমার অন্তর্যামী। তাই অন্যের অন্তর্যামী আর আমার অন্তর্যামী, যেদিন বিশ্বের অন্তর্যামীর দিকে চোখ রেখে বলে- "আমরা পরস্পরকে চিনি", সেই চেনাতে, সেই পরিচয়ে কোনো ফাঁকি নেই। শুধু চিনতে চাওয়াটুকুর অবসর আর সঠিক সময়ের অপেক্ষা।