সৌরভ ভট্টাচার্য
4 January 2016
ভোরের বাতাস একলা এসে ডাকল
বলল, হাঁটতে চল
হলুদ সবুজ মেশা সরষে ক্ষেতের ধার দিয়ে ঘুরে আসি চল
উতলা মনে লাগল হিসাবী অঙ্কুশ
বললাম, তাড়া আছে যে! অন্য কোনোদিন?
সে মুখভার করে ফিরে গেল
অপেক্ষায় রইলাম
এই বুঝি আমার দরকারী কাজ এলো!
ওমা! ঘন্টার কাঁটা নড়ল দেড় ঘর
কই গেল আমার সেই গুরুগম্ভীর কাজ?
বেলা বাড়লে
সে আসল দুলকি চালে
বললুম, ছিলে কোথায়?
সে বলল, আসতে পথে হাওয়ার সাথে দেখা
বলল, যাবে সরষে ক্ষেতে?
সেখানে সবুজ হলুদ আছে একাকার হয়ে মিশে
চলে গেলাম ওর সাথে
কি মনে হচ্ছিল জানো? তোমার কথা ক্ষেতে -
ইস যদি তুমি আমাদের সাথে যেতে!
(Samiran দার হাতের ছোঁয়ায় মনের থেকে চোখের সামনে এসে দাঁড়াল। মুগ্ধ হলাম দাদা। প্রণাম জানবেন।)