সৌরভ ভট্টাচার্য
20 February 2018
সাধু চলিত,
আরবি ফারসি উর্দু হিন্দী ইংরাজী পাঞ্জাবী তামিল তেলেগু
বাংলার সাথে সবই মিশুক, ক্ষতি নেই ভাই, ক্ষতি নেই
শুধু বাংলাই কেন, সবার সাথে সবই মিশুক
ক্ষতি নেই ভাই, ক্ষতি নেই
আরবি ফারসি উর্দু হিন্দী ইংরাজী পাঞ্জাবী তামিল তেলেগু
বাংলার সাথে সবই মিশুক, ক্ষতি নেই ভাই, ক্ষতি নেই
শুধু বাংলাই কেন, সবার সাথে সবই মিশুক
ক্ষতি নেই ভাই, ক্ষতি নেই
কিন্তু যদি মুখের সাথে মনের ভাষা না মেলে তো?
তবে যে ভাই সবই ফাঁকি!
ভীষণ ক্ষতি, ভীষণ ক্ষতি!
রাজ্যের যত ব্যাকরণগুলো,
নীতি, সূত্র
ভাষণ কবিতা গল্প প্রবন্ধ....
শুধুই ফাঁকি
শুধুই ফাঁকি
শুধুই ফাঁকি
তবে যে ভাই সবই ফাঁকি!
ভীষণ ক্ষতি, ভীষণ ক্ষতি!
রাজ্যের যত ব্যাকরণগুলো,
নীতি, সূত্র
ভাষণ কবিতা গল্প প্রবন্ধ....
শুধুই ফাঁকি
শুধুই ফাঁকি
শুধুই ফাঁকি