ফেসবুকের নোটিফিকেশান চাকতির বুক লাল করে মাঝে মাঝেই আসে খেলার আমন্ত্রণ। ক্যান্ডি ক্রাশ ইত্যাদি নামক অসাধারণ, স্বাস্থ্যকর, উপাদেয়, পুষ্টিকর সব খেলার আমন্ত্রণ। আসুক আপত্তি নেই। আমি এক অতি তুচ্ছ, নগন্য মানুষ (এই ধরণের কথাগুলো দুপ্রকারের লোক বলে থাকে। এক, আত্মজ্ঞানী মহাপুরুষ আর দুই, হাড়বজ্জাৎ মিচকে শয়তানগুলো। আমি যে দ্বিতীয়পক্ষের এই নিয়ে কোনো সংশয় না রাখাই ভাল)। আমায় অবিশ্যি খানিক পেঁচোয় পাওয়া মানুষও বলা যায়। তা এ হেন মানুষকেও যে অন্তত ক্যান্ডি ক্রাশের জন্য কারোর মনে পড়ে এতে আমি কৃতার্থ না হয়ে যাই কোথায়?
তবে এই নিয়ে আমার মনে একটা প্রশ্ন জাগছে। বলি, এখানে তো অনেক জ্ঞানীগুণী মানুষেরা আছেন। তা বলি তাঁরা একটু পুঁথিটুথি ঘেঁটে বলেন দেখি, রবি ঠাকুরকেও কি কেউ এই ক্যাণ্ডি ক্রাশ খেলার আমন্ত্রণ জানাত? না হলে উনি অমন দুছত্র লিখতে গেলেন কেন?
"বাহিরে পথিক ডেকে যায় অবসর পাই নে আমি হায়
বাহিরের খেলায় (ক্যান্ডি ক্রাশ?) ডাকে সে, যাব কি করে?"
আপনারা পাঠান। আমি কিন্তু খেলব না। আগে থেকেই বলে রাখলুম, এক্কেবারে গুরুদেবের দোহাই দিয়ে। হুম।