Skip to main content
এভাবে

এ ভাবে আমার আকাশ পাতাল এক করা কিছু কথা
          বলছি তোমার কানে
এ ভাবে আমার অসীমকে ছোঁয়া ব্যাকুল প্রাণের সুর
           দিগন্তলীন গানে

এ ভাবে আমার প্রতিদিন হয় একটা পাঁপড়ি খুলে
এ ভাবেই আমি তোমার সভায় দাঁড়াই নিজেকে ভুলে

এ ভাবে আমার সব রিক্ততা তোমার দ্বারেতে এসে
              দাঁড়ায় অবশেষে
এ ভাবে তোমার পূর্ণতা আসে সব তুচ্ছতা শেষে
              জড়ায় ভালোবেসে


(ছবিঃ দেবাশিষ বোস)

Category