Skip to main content

গুরু আঘাতে

গুরু জন্মালেন প্রাণে

বললেন, কানে কানে

 

কোনোদিন কোনো

গুরু ভালোবাসা জন্মেছিল প্রাণে?

 

বললাম, সে ছিল

আজ শূন্য সব

সব মিলেছে অর্থহীন তানে

 

শূন্য প্রাণে গুরু বসলেন ধ্যানে

 

সারাদিন ঘুরে ঘুরে বেড়াই

ক্লান্তিহীন, শ্রান্তিহীন কাজে

ঘরে ফিরে এসে রোজই দেখি

গুরু বসেছেন আত্মমগ্ন প্রাণে

 

দিন যায়। বছর যায়।

জন্মমৃত্যু বিরাম মানে না

সুখদুঃখ শান্তি দেয় না

হাসিয়ে কাঁদায়

কাঁদিয়ে হাসায় প্রাণে

ঘুরেফিরে দেখি সব বদলায়

সে শুধু নয়

সব ক্ষত ঢেকে যিনি বসেছেন ধ্যানে

 

সেদিন রাত অনেক

হঠাৎ শুনি বাঁশি

কে বাজায়, কাকে ডাকে?

এমন মরণহারা তানে?

 

ও কে?

আমি তো নই

আমার সব শূন্যতাকে আসন করে

আমার মন বসেছে ধ্যানে

গুরু শেখাচ্ছেন বাঁশি

শূন্যভরা তানে

 

এতদিন কেন লাগল সময়?

 

গুরু বললেন,

শূন্যতার মানে যখন

শূন্যতাকে শুধাও

শূন্য জাগে প্রাণে

তাকাও যেদিন

ধ্যানমগ্ন টানে

শূন্যতাকে শূন্য করে

সেদিন ওঠে সুর

শূন্যহারা প্রাণে

Category