sumanasya
27 December 2025
ছেড়ে যাবে?
বাড়ির উঠান, চৌকাঠ, এ দেশের মাটি, নদী, পাহাড়, সমুদ্র?
এমনি যেতে পারো ছেড়ে শরীর
মিশে যেতে পারো মাটিতে,
কিম্বা পুড়ে হয়ে যেতে পারো ছাই
এ হৃদয় ছেড়ে যেতে পারো?
আমার দিন রাত খোয়া আনন্দ দীর্ঘশ্বাস!
এ হৃদয়ে পা দিতে ঈশ্বরেরও অনুমতি নিতে হয়
তুমি ছেড়ে যাবে বিনা অনুমতিতে?
এত সহজ?