সৌরভ ভট্টাচার্য
16 May 2014
ও রোজই আসে আমার বাড়ি।
রোজই যখন যায়-
বলতেই পারি, "আর ফিরো না"।
পারি না বলতে।
বলি, এসো।
যেমন শেষ রাতের চাঁদের দিকে চেয়ে
পৃথিবী বলে, এসো।
কষ্ট হয়।
তার চেয়ে বেশি কষ্ট হয়
বন্ধ ফুলের বুকে মৃত মৌমাছি দেখতে।
তাই ও আমার সহযাত্রী।
চলেছি, যতটা পথ সাথে চলা যায়।