বড্ড টলমল অবস্থা
সোজা হাঁটতে পারছি না
এদিক ওদিক এত ভিড়
কে কোনদিকে দৌড়াচ্ছে
বুঝতে পারছি না
সবাই ভীষণ জোরে জোরে কথা বলছে
এ ওর কথা কাটছে
সে তার
সবাই নিশ্চিত জানে
আসলে গোলমালটা কোথায়
সবাই ভীষণ জোরের সঙ্গে বলছে
এত কথা, এত কথা
আমি কিছুই বুঝতে পারছি না
উত্তর প্রদেশের শাড়ি, দোপাট্টা জড়ানো
ন'জন মাঠেঘাটে পড়ে থাকা মহিলা…
পর্ণ দেখতে দেখতে নাবালিকা বোনকে
ধর্ষণ করে খুন করা নাবালক ভাই…
পরিবার…সমাজ…পুষ্ট… রক্ষিত ধর্ষক….
শিশুর পর শিশুর ধর্ষিত লাশ……
বছর বছর ধরে জমেই যাচ্ছে…..জমেই যাচ্ছে……
এবং মেডিক্যাল কলেজে দুমড়ে মুচড়ে পড়ে থাকা
চিকিৎসক…..
বিচার চাই। চাই চাই চাই।
প্রতিহিংসা না। প্রতিস্পর্ধা না। বিচার চাই।
আর চাই আলোচনা
যাও বিচারের সুদীর্ঘ রূপ..
যৌনতা নিয়ে সুগভীর আলোচনা
শিশুদের থেকে শুরু করা যাক
খোলাখুলি কথা হোক। আলোচনা হোক।
আড়ালে আড়াল বাড়ে
অন্ধকারে মুখ গোঁজে ছায়া
সব সংস্কারের চেয়ে বড়
সত্যের আলো
কথা হোক। লজ্জাহীন। আবরণহীন।
স্পষ্ট। দ্ব্যর্থতা হীন কথা হোক
শিশুদের থেকে শুরু হোক
কথা হোক। কথা হোক।
এমনকি সব শান্ত হলেও
যখন মনে হয় যেন সব ঠিক চলছে…..
যেন জানি ছায়ায় ছায়া বাড়ছে…..
কথা হোক….আলোচনা হোক…..
শিশুদের থেকেই শুরু হোক…..