সৌরভ ভট্টাচার্য 27 March 2016 তুমি ডুবসাঁতার জানো? পানকৌড়ির মত ডুব দাও যেন গাছের ছায়াগুলোও জানতে না পারে জলের বুকে ঢেউ না ওঠে দেখো এ পাড়া ও পাড়া খবর যাবে এ পারে এসো আমার বুকে মিশে আমি গাছের ছায়ায় লুকিয়ে আছি কালোর সাথে মিশে আলোতে চোখ রেখে Category কবিতা Log in or register to post comments2 views