Skip to main content


এসো। আলো জ্বালো।
 
অন্ধকার তোমার অনেক গল্প বলেছে
প্রতিদিন, প্রতিরাতে একটা করে।
এসো। কান্না আনো।
যন্ত্রণা তোমার গান গেয়ে ঘুম পাড়িয়েছে
প্রতি বর্ষায়, প্রতি বসন্তে আদর করে।
এসো। স্পর্শ করো।
তীব্র অপেক্ষা মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে
প্রতি চড়াইয়ে, প্রতি উতরাইয়ে ধৈর্য ধরে।


(শ্রদ্ধেয় Samiran দা একটা লেখাকে তাঁর অনন্য দর্শনপটে কোথায় নিয়ে যেতে পারেন, তার আরেকটা নিদর্শন।)


Category