সৌরভ ভট্টাচার্য
25 October 2014
এরকম হয়, খুব হয়-
মনে হয় এই যে আমি এখন বসে আছি
পাখাটা ঘুরছে, টিকটিকিটা পোকা ধরতে গিয়ে
আছাড় খেল মেঝেয়,
আর ঠিক সেই সময় রান্নার দিদি
চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকল
আর সেই সময়েই ভাই বলল-
"চার্জারটা কই?"
এই পুরো মুহুর্তটা আমি আগে দেখেছি,
হ্যাঁ পুরোটারই যেন পুনরাভিনয় হল।
হয় না এরকম?
হয়, খুব হয়।
মনে হয় সময় নদীর ধারে ধারে, ঘটনাগুলো
ঘটেই রয়েছে দাঁড়িয়ে, তটস্থ গাছের মত,
আমি শুধু কালের তরী বাইতে বাইতে
তাদের ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি,
যাচ্ছি তো যাচ্ছি...
যাচ্ছি তো যাচ্ছি....
মাঝে মাঝেই এসে পড়ছে চেনা গাছ
চেনা বাগান।