sumanasya
18 November 2024
খোলা আকাশের নীচে, রাস্তায় শুয়ে শুয়ে
দাদুর কম্বলের তলায় নাতি শুনছে রূপকথার গল্প
যুদ্ধ ঘর বানায়নি
কবরের পর কবর বাড়িয়েছে
রাস্তায় ছড়ানো শব দেহ খুঁটে খাচ্ছে পশু
এও রূপকথা
আসল মানুষের আসল রূপকথার গল্প
নাতি শুনছে অন্য মানুষের গল্প
অন্য জগতের রূপকথার গল্প
সেখানে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে পরী
বিছানা পেতে অপেক্ষা করে ঈশ্বর
দাদু বলে চলেছে গল্প.....
নাতি আনন্দে মগ্ন.....
ঘুম আসছে ভয়, শোক, যন্ত্রণার
ভাঙা রাস্তা বেয়ে....,
কাল কী হবে?
দাদু জানে
কাল বলে কিছু নেই....
নাতি জানে
কালের আকাশে রূপকথার চাঁদ সূর্য তারা
বিশ্ব জানে
লেবানন মানে মানচিত্রের নগণ্য ছোটো অংশ
কয়েক মিলিমিটার
ওখানে সব অন্য মানুষের গল্প
অন্য রূপকথার....
সবটা সত্যি নয়
হয় তো বা....
আর হলেও বা কী?