সৌরভ ভট্টাচার্য
6 November 2018
কুকুরটা একটা একটা করে সাতটা বাচ্চা জন্ম দিল
তার গোঙানি, তার অসহায় অসহ্য চীৎকারের সাক্ষী থাকল
কার্তিক মাসের তারা ভরা নির্মল আকাশ
বাগানের কয়েকটা আধফোটা জবা, আর কয়েকটা ঘাসফুল
তার গর্ভে বীর্য সঞ্চারী দোর্দণ্ড প্রতাপশালী পুরুষেরা ঘুমিয়ে
এ পাড়া, সে পাড়া, ও পাড়া
একটা মৃত বাচ্চাকে ছটা জীবিত বাচ্চার সাথে চাটতে চাটতে
আমার চোখের দিকে যখন তাকালো মা কুকুরটা
মনে হল এমন দৃষ্টি আমি অনেক দু-পেয়ে জীবেরও দেখেছি