সৌরভ ভট্টাচার্য
2 November 2014
মাসের মধ্যে কয়েকটা দিন হোক না মাঝে মাঝে এলোমেলো।
শোয়ার ঘরে, বসার ঘরে ধুলো ছিটিয়ে
সাজানো বাগানে ঝরা পাতা ডাঁই করে,
শাসন বন্দী ইচ্ছাগুলোর সাথে হাঁটতে বেরোই।
যারা অনেক কথা বলে, অথচ কিছুই বলে না
তাদের বলে দিই, "আমি বাড়ি নেই",
শুনব না তাদের প্রলাপ।
যারা দেখা হলেই জুতোর ফিতে থেকে চুলের
রঙ আবধি মাপে, তাদের মুখের ওপর ভেংচি কাটব আজ,
মনে মনে বলি, "শালা।"
আর যারা রোগের ভয় দেখিয়ে
এটা কোরো না ওটা কোরো না করে, তাদের বলি, "স্বর্গে যাব, যাবি?"
তারপর খোলা মাঠে দাঁড়াব
আমার সবচেয়ে ভালো লাগা গানটাই গাইব,
কার ঘাড়ে কটা মাথা আজ,
বলে দেখুক আমি বেসুরো!
আকাশের নীল আর মাঠের সবুজ ককটেল করে
সারা গায়ে মুখে চোখে বুকে মাখব
চূড়ান্ত গন্ডোগোল বাধাব আজ
কারণ আজ আমার এলোমেলো দিন
মাসের মধ্যে কয়েকটা দিন থাকনা বেখেয়ালি
ছুটির, যাতে প্রকৃতিও বোঝে, ভাগ্যে আমি
পুরোদস্তুর ভদ্রমানুষ হতে পারিনি এখনো।
আমরা দুজনেই হাঁফ ছেড়ে বাঁচি।