সৌরভ ভট্টাচার্য
4 January 2019
তুমি ফিরে এসো
মানুষের কিছু উৎসব আছে
মানুষ নিয়ে,
সে বিষণ্ন, উন্মত্ত আজ
মানুষ নিয়ে,
সে বিষণ্ন, উন্মত্ত আজ
মানুষ আগুন জ্বালানো হাতে
গুহায় বাইসন এঁকেছে
অস্পষ্ট কবিতা লিখেছে সংকেতে
ঝর্ণা, ঝড়, পাখির ডাকে গলা মিলিয়েছে
সে সবই তোমার জন্য
গুহায় বাইসন এঁকেছে
অস্পষ্ট কবিতা লিখেছে সংকেতে
ঝর্ণা, ঝড়, পাখির ডাকে গলা মিলিয়েছে
সে সবই তোমার জন্য
তুমি ফিরে এসো
বহুদিন হল তোমার গলার স্বর শুনিনি
ঝিঁঝিঁ পোকার ডাক জাগানো সন্ধ্যায়
তোমার গান শুনিনি
তোমার কোলে মাথা রেখে জোনাকি দেখিনি,
আকাশে আঙ্গুল তুলে
তারা গুনিনি বহুকাল হল
ঝিঁঝিঁ পোকার ডাক জাগানো সন্ধ্যায়
তোমার গান শুনিনি
তোমার কোলে মাথা রেখে জোনাকি দেখিনি,
আকাশে আঙ্গুল তুলে
তারা গুনিনি বহুকাল হল
ফিরে এসো
জটিল আবর্ত
জটিল থেকে হচ্ছে জটিলতর
ঈশ্বর থেকে বিজ্ঞান
কেউ রক্ষা করেনি, কথা রাখেনি
জটিল থেকে হচ্ছে জটিলতর
ঈশ্বর থেকে বিজ্ঞান
কেউ রক্ষা করেনি, কথা রাখেনি
তুমি ফিরে এসো
দাওয়ায় মুড়ি ছড়িয়ে খাওয়া শিশুটার বেশে
বাউলের একতারায়
সমস্ত সভ্যতা নিকিয়ে একটা
উঠোন বানিয়ে দাও
একটু হাত পা ছড়িয়ে বসি
দাওয়ায় মুড়ি ছড়িয়ে খাওয়া শিশুটার বেশে
বাউলের একতারায়
সমস্ত সভ্যতা নিকিয়ে একটা
উঠোন বানিয়ে দাও
একটু হাত পা ছড়িয়ে বসি