সৌরভ ভট্টাচার্য
23 December 2015
তুমি হাতের রেখা গুনো না
তুমি আশেপাশের কথা শুনো না
তুমি উনুনে আঁচ ধরিয়ে একটু আড়ালে যাও
তুমি ভ্যানটা গাছের ছাওয়ায় রেখে একটু দাঁড়াও
তুমি নিভানো সলতের বুকে কালো ছাইটা ফেলো না
সব পোড়া দাগে লজ্জা থাকে না
রাস্তার কাদা ছিটাকানো কাপড়ে জল ঢেলো না
সব কালো দাগে নিজেকে দায়ী কোরো না
যে কাপড় শুকাতে দিয়েছিলে
সেগুলো বৃষ্টিতে ভিজল আচমকা
ওদের ভিজতে দাও, তুমিও ভেজো
সব আকস্মিক, সর্বনাশের কথা বলে না
রুটি সেঁকতে গিয়ে কয়েকটা রুটি পুড়বেই
সব ভালোবাসা বিনা কলঙ্ক হয় কি?
তবু সব ভালোবাসা, কিছু সত্য বিনা হয় না