Skip to main content


বাচ্চাগুলোর দোষ ছিল না
ওরা অসময়ে জন্মে গেছিল
ওরা জানত না
যে নরম ভিজে মাটির উপর ওরা খেলে বেড়াচ্ছে,

তার নীচে ফুটছে জ্বলন্ত লাভা

হঠাৎ ফাটলো
ওরা শেষ হল, ছিন্নবিচ্ছিন্ন হল
তাদের অপরিণত শরীর।


যারা বেঁচে আছে?
তারা এখন আরো স্পষ্ট করে জানে
তাদের বালিশের নীচে আছে
ঘুমন্ত আগ্নেয়গিরির মুখ
যে কোনো দিনই ফাটতে পারে


কারণ আমরা চিরটাকাল অহিংসাকে
দুর্বলতা বলি, হিংসাকে দিই শৌর্য্যের পরিচয়
শুধু যদি তা আমাদের পক্ষেই হয়!
আমরা ক্ষত শরীর তৈরী করি,
তাতে পোকা লাগলেই বলি, পাষন্ড!


সুস্থ সমাজের শরীর বানাতে তোমাকেও
লাগবে,
এসো অন্ধকারের বিষোদ্গার না করে
ছোট্ট একটা পলতেই না হয় জ্বালি
যতটুকু আলো হয় হোক
তবু আলো জ্বালি, এসো
আর দেরি কোরো না!

(পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাত্র-ছাত্রীদের নারকীয় হত্যার পরিপ্রেক্ষিতে)

Category