Skip to main content
 
এবার নেমে পড়ো
  ট্রাপিজটা দুলছে
    হয়ত ছিঁড়ে পড়বে
 
কানের পর্দা
   হাততালির শব্দে শব্দে ক্লান্ত 
       হয়ত ফেটে যাবে
 
পায়ের পেশীগুলো
   শিরার রক্ত জমে জমে নীল
     হঠাৎ ফেটে গিয়ে
      হয়ত রক্তারক্তি হবে
 
ট্রাপিজটা বিশ্রীরকম দুলছে
   এবার নেমে পড়ো
 
শক্ত মাটিতে হেঁটে যাও
  বনানীর শুশ্রূষা নাও সর্বাঙ্গে
      মৃত্যুর উপর যে দাবী তোমার
        তা পূর্ণ হওয়ার আগে
      একবার খোলা মাঠে দাঁড়াও
              একা
 
আকাশকে সাক্ষী রেখে
 
ততক্ষণে ট্রাপিজ উড়ে গেছে ঝড়ে
   তার সূতোগুলো খুঁটে খুঁটে খাচ্ছে 
         একটা নীলডানা চিল

Category