সৌরভ ভট্টাচার্য
26 November 2018
রোদে পোড়া ঝরে পড়া পাতাগুলো
ডাঁই করা রাস্তার ধারে
দশদিক থেকে বাতাস পোড়া পাতার গন্ধ নিয়ে খেলছে দামাল ছেলের মত
সূর্যাস্তের আয়োজন হচ্ছে পশ্চিম আকাশে
সিঁদুর রঙ লেপে
হঠাৎ মনে হল -
দূরত্বটা যেন নেই
আমি পশ্চিম থেকে পুবে মুখ ফেরালেই
তুমি দাঁড়িয়ে থাকবে
আগের মত
একটা দমকা হাওয়ায় সবুজ পাতাগুলো কেঁপে উঠল
যেন ঝড় আসবে
ঝড় এলো না
তুমিও না