Skip to main content
 
জানি অরণ্যে রোদন, তবু বলি, ওহে ভক্তকূলগণ, আপনাদের কীর্তন, ভাবগ্রাহী ভাষণ, সব অমায়িক করলে হয় না? আপনারা বৈতরণী পার হয় তো হয়ে যাবেন ভক্তির জোরে, কিন্তু বাচ্চাগুলো মাধ্যমিক তো আর পার হতে পারবে না ওই বাণী কিম্বা নামগানের জোরে। মাইকটাকে বাদ দিলে কি জগৎকর্তা খুবই অপ্রসন্ন হবেন? শুনেছি তিনি নাকি পিঁপড়ের পদধ্বনিও শুনতে পান, আপনারাই বলেন, মনের ভাবও টের পান, তিনি অন্তর্যামী, এও আপনাদের কাছ থেকেই শোনা। তবে অকারণ আর মাইকগামী করেন কেন তাঁকে? ছেলেমেয়েগুলোকে একটু নিশ্চিন্তে স্থিরচিত্তে পড়তে দিন অনুগ্রহ করে। পরজগতে কি হবে বলতে পারি না, ইহজগতে সকলেরই মঙ্গল তাতে।