Skip to main content

প্রথম বর্ষা না তো !
   দিনের বেলা ঘর অন্ধকার করে মেঘ ছেয়েছে তো বহুবার
  তবে তারা কারোর দূত ছিল কি? জানি না
 আমার বর্ষার মেঘ দূত হয়নি কোনোদিন,
         বন্ধু হয়েছে একলা আকাশের আমার

যে নদীগুলো মাঝপথে গতি হারিয়ে
    একবুক কঠিন নুড়ি নিয়ে বসে ছিল
তাদের গায়ে ও রেখেছে আদরের আলতো প্রলেপ
    ব্যথাগুলো গল্প করেছে ওর সাথে
কখনো মায়ের মত, কখনো আবদার রাখা বন্ধুর মত

   তাই প্রতীক্ষা থেকেই যায় শ্রাবণের
       সব কথা এক শ্রাবণে কি ফুরায়?
  হলই না হয় ক্ষুদ্র সময়ের নিগড়ে এক পলকা জীবন
       তবু কত সমুদ্রের কত গাথা,
 কত কথা ঝিনুকের মত আগলে রেখেছি দুপাটি হৃদয়ে
       শ্রাবণকে দেবে বলে
         আজ তার প্রথম সে দিন
     তাই বুকের মধ্যে বাজছে মেঘলা সানাই
        কখনো মিঞা-মল্লারে কখনো গৌড়-মল্লারে

       সে এসেছে, আমার বাদল অন্ধকারে
               পরম দয়িতের সাজে আজ

Category