Skip to main content

ও দাদা, ও মহারাজ

একি শুনি
    বন্ধ নাকি আইপিএল
       দেশের ভাগ্যে একি খেল!

"আইপিএল না হলে দেশের লোকে হত পাগল"

এ দাদাবাণী যদি সত্যিই সত্যি হয়
   তবে? 
      কি হবে? 
   একে করোনার তাণ্ডব!
     ওরে তবে শুধু মাস্ক নয়
তোরা কে কোথায় আছিস
       সামলা রে সামলা
        ঘরে দে আগল!