সৌরভ ভট্টাচার্য
18 October 2020
মানুষ আসলে চূড়ান্ত কতটা নৃশংস হতে পারে
আমি এখনও জানি না।
যেমন মানুষ বাস্তবে চূড়ান্ত কতটা নিঃস্বার্থ হতে পারে
সেও আমি এখনও জানি না।
আমি প্রতিদিন একটা একটা পাতা উল্টাই
পাতার সংখ্যা কোন অসীমে ডুবে,
সে আমি আজও জানি না।
এক একদিন একটা জংলী ফুলের রঙ দেখে ভাবি
চমৎকার!
এই প্রথম এমন একটা কিছু দেখলাম, যা অভিনব।
আবার এক একবার গোটা একটা দিনকে মনে হয়
সব একই। বৃত্তের আবর্তন। ফুরায় না। একঘেয়ে।
মন একই। তার সমস্ত ভাষা চেনা অচেনায় মিশে
জানি-মনে হলেও,
আসলে সে কত ভাষা জানে, এখনও জানি না।