সৌরভ ভট্টাচার্য
23 July 2018
এখনই না
এখনও অনেকে বসে আছে
অনেকে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভাবছে এখনও
এখনও অনেকে বাথরুমের আলো নিভিয়ে
বাথরুমকে অস্তিত্বহীন করে
শোয়ার ঘরে শুয়ে টিভিতে রান্না শিখছে
এখনও অনেকের চোখে-মুখে জরায়ুস্থ শিশুর সরলতার ভান
যেন কিচ্ছু জানে না ওরা
তবে আর আজ কিসের লড়াই?
তুমি বরং যে কোনো পক্ষেরই বিজয় মিছিলে এসো
ডানদিক বাঁদিকে কি আর আসে যায় তোমার?