সৌরভ ভট্টাচার্য
26 November 2014
নোঙর ছিঁড়ে নৌকা গেছে কবে
পালে লেগেছিল বাদলা বাতাস
কূলে আছড়ে পড়েছিল ঢেউ
নৌকাটা দূরে মিলিয়ে গিয়েছিল
একলা যাত্রী নিয়ে ক্ষুদ্র বিন্দু হয়ে।
এখানে এখন নোঙর গাঁথার ক্ষত
পাড়ে আছড়ানো ঢেউ এর বিলাপ
সুদূর আকাশে তীক্ষ্ণ চিলের ডাক
নিঝুম ঝাউ বনের হাহাকার
শূন্য শামুকের খোলায়
গত কালবৈশাখীর জমে থাকা ধুলো।