Skip to main content

     এখনই যাবে কি?
 বাতাসে না আছে ফুলের গন্ধ
         না বারুদের

এসো
হাতের মুঠোয় ধরা হাত থাক আরো খানিকক্ষণ
    হাঁটতে হাঁটতে সোজা রাস্তাটা ছেড়ে
  ওই ভাঙা, বহুদিনের না চলা রাস্তাটা ধরি
      রোদে পোড়া বুনোফুলের গন্ধ
  কয়েকটা আত্মভোলা প্রজাপতি
     আর কয়েকটা লালপোকা আমাদের সাথে আসুক

কিছু ছেলেমির দেখা পাব নিশ্চই
   যারা স্বপ্নে আগুন দেখে
      ঘুম থেকে ওঠে পোড়া হাতে,
পায়ে ফোস্কা নিয়ে রাস্তা পার হয়
                       জীবন মরণের
         ডান-বাঁ না দেখে

Category