সৌরভ ভট্টাচার্য
21 April 2015
একাকীত্বের সাথে নিঃসঙ্গতা রোজই সকালে বেরোয় বেড়াতে।
একাকীত্ব নিয়ে আসে মুঠো ভরা ফুল, চোখ ভরা বিস্ময় আর বুক ভরা গান।
নিঃসঙ্গতা নিয়ে আসে মুঠো ভরা ধুলো, চোখ ভরা ঈর্ষা আর বুক ভরা দীর্ঘশ্বাস।
আমি বলি কেন এই রকমই হবে?
একাকীত্ব বলে, প্রভু করেছেন আমায় একা, তিনি আর আমি দুজনেই একা। একাকীত্বেই আমাদের মিলন।
নিঃসঙ্গতা বলে, আমায় গড়েছে তোমার সমাজ। আমার না আছে শ্রী, না আছে গতি।
আমি চুপ করলাম।
সন্ধ্যের আকাশে একা একফালি চাঁদ আমার দিকে তাকিয়ে।
নিঃসঙ্গ বাতাস উষ্ণ দীর্ঘশ্বাসে আমার গা ঘেঁষে।