Skip to main content

তুমি নির্মল একাকীত্ব চেয়েছিলে

পেলে

আকাশ, মাটি, সমুদ্র, বাতাস, নদী 
    প্রাচুর্য, ঐশ্বর্য, মহার্ঘ্য ভেবে নিলে
               নিয়ে নাও
    যত্ন করে সাজিয়ে রাখো তোমার বসার ঘর, শোয়ার ঘর জুড়ে

তবু বিস্বাদ ঠেকল জীবন
    এক ছটাক নিকানো উঠোন
              ভালোবাসার অভাবে

Category