সৌরভ ভট্টাচার্য
7 January 2016
গভীর কোনো সংগীতই পারে একাকীত্ব থেকে চিত্তকে মুক্তি দিয়ে একা-র
আনন্দ সাগরের তীরে নিয়ে আসতে।
গভীর একটা কবিতাই পারে একাকীত্বের মরুভূমিতে একটা মরুদ্যান বানাতে।
গভীর একটা চিন্তাই পারে একাকীত্বের জড়ত্বকে সৃষ্টিমুখর প্রস্রবণ
বানিয়ে তুলতে।
অথচ অনেক সময় দেখেছি, মানুষই পারে সঙ্গের
মধ্যেও তাকে নিঃসঙ্গ করে দিতে।