Skip to main content

তুমি প্রথম না
আমি অনেকগুলো গোলোকধাঁদা পেরিয়ে এসেছি
একাই
অনেক বসন্ত পেরিয়েছি শুধু শুকনো পাতা মাড়িয়েই
একাই
পিছন থেকে ছুরি মেরেছে বন্ধুর মত কেউ, ছুরিটা বার করেছি
একাই
যে কোনোদিন পাশে থাকে নি, সেও এসে বন্ধুত্বের জাল ফেলেছে
স্বার্থের সন্ধানে
সে জাল কেটে ক্ষত- বিক্ষত শরীরে বেরিয়ে এসেছি, একাই

বন্ধু, তুমিই প্রথম না

অনেক বিশ্বাসের কবর খুঁড়েছি একাই
তাতে দীর্ঘশ্বাস না, ফুল দিয়ে রোজ সাজিয়ে আসি, একাই
কান্নাগুলোকে পাথর করেছি একাই
বেঁচে থাকবার মাশুল গুনছি একাই

একাই যাব জীবন ছেড়ে
রেখে যাব ভাঙা বিশ্বাসের পথ
তুমি এসো
তবে জেনো, সে পথে আসতে হবে একাই

Category