Skip to main content

বুঝতে পেরেছি বলে ভালোবাসিনি
ভালোবেসেছি বলে বুঝতে চেয়েছি

কোনো কারণ আছে বলে পাশে থাকতে চাইনি
পাশে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থাকার অজুহাত খুঁজে গিয়েছি

তুমি খুব সুন্দর - এ কথাটা মন পাব বলে বারবার তো বলিনি
নিজের কাছে সৎ থাকার আর উপায় ছিল না কোনো
               তাই বারবার বলেছি

তোমাকে নিজের বলে মনে হওয়ার আগে
  নিজেকেই তোমার বলে জেনেছি
     যাওয়ার রাস্তা অনেক তো ছিল
        শুধু এই রাস্তাটাই যেন আসার আগে চিনেছি

মৃত্যুর কোনো দাবি ছিল না কোনোদিন
          রাস্তার মোড়ে এই প্রথম ওকে একা দাঁড়িয়ে কাঁদতে শুনেছি

Category