সৌরভ ভট্টাচার্য 10 May 2015 তুমি চেয়েছিলে- তাই অসীম থেকে হলাম সসীম নিরাকার থেকে হলাম সাকার তুমি ফিরে গেলে- সসীম থেকে হলে অসীম সাকার থেকে হলে নিরাকার তোমার আর আমার মাঝে এখন এক সমুদ্র অনন্ত Category কবিতা Log in or register to post comments3 views