Skip to main content
 
এক একটা সময় আসে যখন আর মহীরুহরা জন্মায় না
ঘাস আগাছা ঝোপঝাড়ে ঢাকা থাকে প্রান্তর
জলগর্ভ মেঘেরা পথ বদলিয়ে অন্য আকাশে যায়
 
আগাছা থেকে আগাছার দূরত্ব 
আগাছার সাথে আগাছার অন্ধকারের ঘনত্ব 
জলাভূমির ঘাসের সাথে তরাই অঞ্চলের ঘাসের উচ্চতার পার্থক্য......
         ইত্যাদি মেপে দিন যায়
 
      সবাই ভুলে যায়
 
একদিন এই মাটির বুকে কয়েকটা মহীরুহ জন্মেছিল
জলগর্ভ কালো মেঘে আকাশ ছেয়েছিল।
 

Category