সৌরভ ভট্টাচার্য
3 April 2019
এক একটা সময় আসে যখন আর মহীরুহরা জন্মায় না
ঘাস আগাছা ঝোপঝাড়ে ঢাকা থাকে প্রান্তর
জলগর্ভ মেঘেরা পথ বদলিয়ে অন্য আকাশে যায়
ঘাস আগাছা ঝোপঝাড়ে ঢাকা থাকে প্রান্তর
জলগর্ভ মেঘেরা পথ বদলিয়ে অন্য আকাশে যায়
আগাছা থেকে আগাছার দূরত্ব
আগাছার সাথে আগাছার অন্ধকারের ঘনত্ব
জলাভূমির ঘাসের সাথে তরাই অঞ্চলের ঘাসের উচ্চতার পার্থক্য......
ইত্যাদি মেপে দিন যায়
আগাছার সাথে আগাছার অন্ধকারের ঘনত্ব
জলাভূমির ঘাসের সাথে তরাই অঞ্চলের ঘাসের উচ্চতার পার্থক্য......
ইত্যাদি মেপে দিন যায়
সবাই ভুলে যায়
একদিন এই মাটির বুকে কয়েকটা মহীরুহ জন্মেছিল
জলগর্ভ কালো মেঘে আকাশ ছেয়েছিল।
জলগর্ভ কালো মেঘে আকাশ ছেয়েছিল।