সৌরভ ভট্টাচার্য
9 November 2014
এক একটা সময় নিজেকে খুব দরকারী মনে হয়-
সূর্য্যের মত, চাঁদের মত, অক্সিজেনের মত, জলের মত।
ভারী লাগে।
এক একসময় নিজেকে তুচ্ছাতিতুচ্ছ মনে হয়-
ডাস্টবিনের জং এর মত, ফেলে দেওয়া পাপোসের মত, ছিঁড়ে ফেলা ঠোঙার মত।
কষ্ট লাগে।
কখনো কখনো নিজেকে মনেই থাকে না-
রেলের ধারে মাথা তোলা চারাগাছের মত,
নদীতে গড়িয়ে যাওয়া পাথরের মত,
বাতাসে ভাসা তুলোর মত।
হাল্কা লাগে।